একাত্তরে এই মেয়েটা মুক্তিযুদ্ধ যেভাবে দেখেছে
খালেদা জিয়া,গয়েশ্বর রায় ও রিজভীর সে চোখ ছিল না! কারো চোখ ছিল জেনারেল জাঞ্জুয়ার প্রতি, কারো চোখ ছিল হিন্দুদের সম্পদ লুন্ঠনের প্রতি আর কারো চোখ ছিল যুবতী মেয়েদের প্রতি। সূতরাং কত লক্ষ বাঙ্গালী ৭১ সালে পাক হায়েনা কর্তৃক লাঞ্ছিত নির্যাতিত ও নিহত হয়েছে, সে খবর এই মূর্খ মূড় মহিলা ও আহম্মকদ্বয়ের যা'ইচ্ছে তাই বলতে জিহ্বায় আটকানোর কথা নয়। এরা পাকিস্তান আই এস আই'র পয়সায় রাজনীতি করে অতএব পাকি প্রভূর শিখানো বুলি মুখস্ত করেই রুজি রোজগার চলছে। এদের বাঙ্গালী বা বাংলাদেশী বলতে ঘৃণা হয়। ভাগ্য ভালো এরা আজো স্বাধীন বাংলায় বসবাস করে পূর্ণ নাগরিক মর্যাদা নিয়ে।
No comments:
Post a Comment